পুন্ডুরিয়া উচ্চ বিদ্যালয় পাবনা জেলার সাথিয়া থানার অন্তর্গত।। বিদ্যালয়টির ২টি নিজস্ব ভবন, একটি পাকা ঘর, একটি আধাপাকা ঘর আছে । ছাত্রীদের জন্য ১টি, ছাত্রদের জন্য ২টি পৃথক শৌচাগার এবং শিক্ষক/ শিক্ষিকাদের জন্য পৃথক শৌচাগার আছে । একটি আধুনিক বিজ্ঞানাগার ও একটি কম্পিউটার কক্ষ আছে । বিদ্যালয়য়ের জন্য প্রয়োজনীয় বৈজ্ঞানিক যন্ত্রপাতি এবং লাইব্রেরীতে প্রয়োজনীয় সংখ্যক বই আছে । বিদ্যালয়টির একটি অফিস কক্ষ এবং একটি শিক্ষক মিলনায়তন আছে । বিদ্যালয়টির সীমানা প্রাচীর নেই ।
বর্তমানে ঐতিহ্যবাহী এই বিদ্যালয়টির প্রধান শিক্ষক হিসেবে কর্তব্যরত আছেন জনাব মোঃ আফজাল হোসেন । তাঁর অক্লান্ত ও কঠোর পরিশ্রমে অত্র বিদ্যালয়টি প্রারম্ভিক অবস্থা থেকে দিন দিন উত্তরণের পথে এগিয়ে যাচ্ছে । এ পর্যন্ত তাঁর কর্মদক্ষতা ও কর্মনিপুণতায় বিদ্যালয়ের প্রশাসনিক কর্মকাণ্ড, পাঠদান কার্যক্রম, সাংস্কৃতিক ও সাহিত্য বিষয়ক বিভিন্ন কর্মকাণ্ড সুষ্ঠুভাবে সম্পাদিত হচ্ছে ।