মো: আবু হানিফ
প্রধান শিক্ষক
পুন্ডুরিয়া উচ্চ বিদ্যালয়,পাবনা.
Email: abuhanifpunduria@gmail.com
Mobile No: 01747-041071
অত্যন্ত আনন্দের সাথে জানান যাচ্ছে যে, পাবনার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পুন্ডুরিয়া উচ্চ বিদ্যালয়ের কর্মকান্ড ওয়েব সাইটে প্রকাশিত হতে যাচ্ছে। বর্তমানে সদাসয় সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ের সাথে আমরাও একাত্ততা করতে চাই। আমাদের সকল কর্মকান্ড ওয়েব সাইটের মাধ্যমে প্রকাশ পেলে আমাদের কর্মকান্ড সর্ম্পকে অতি সহজে ইন্টারনেট ব্যবহারকারীরা অবহিত হতে পারবেন । আমি আশাকরি এর মধ্যদিয়ে আমাদের শিক্ষার্থীরাই শুধু নয় সারা দেশের শিক্ষা ব্যবস্থার একটি সামাজিকরণ সম্ভব হবে। আমি আমাদের বিদ্যালয়ের সহকর্মী, শিক্ষার্থী, ছাত্রী অবিভাবক সুধিমহল শুবাসুদ্যায়ী সকলকে আন্তারিক শুভেচ্ছা।